ধামসোনা ইউনিয়ন ৪,৫,ও ৬,নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৫:২১:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
- / ৫৪৮ ৫০০০.০ বার পাঠক
মোঃ শামছুল আলম স্টাফ রিপোর্টার।
আশুলিয়া থানার,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের ৪,৫,ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) ২০২২ইং বিকালে বলিভদ্র বাজার সংলগ্ন কাঁচা বাজার মাঠে এ ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ফারুক হাসান তুহিন,উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, এসময় আরও উপস্থিত ছিলেন,ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাবেক সভাপতি মিয়া আব্দুর রহিম,সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাজী আব্দুর রাজ্জাক,আশুলিয়া থানা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন আহম্মেদ ভূঁইয়া,ধামসোনা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড মেম্বার শফি উদ্দীন,৬ নং ওয়ার্ড মেম্বার আবু সাদেক ভূঁইয়া,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধামসোনা ইউনিয়ন ৪,৫,ও ৬ নং ওয়ার্ড ত্রি -বার্ষিক সম্মেলনের আলোচনা অনুষ্ঠান শেষে আগামী তিন বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করেন আশুলিয়া থানা আওয়ামীলীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,এদের মধ্যে ধামসোনা ইউনিয়ন ৬ ওয়ার্ডের মোঃ আমিনুল ইসলামকে সভাপতি ও মোঃ শফিকুল ইসলাম মাদবরকে সাধারণ সম্পাদক,৪নং ওয়ার্ডের হাজী মাজহারুল ইসলাম( লিটন ) সাহেব চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হন , ও দেওয়ান আবদুল হাইকে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ডের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক ও বিল্লাল হোসেন খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।এসময় ফারুক হাসান তুহিন সকল নির্বাচিত সকল সভাপতি ও সাধারণ সম্পাদকদের উদ্দেশ্য বলেন,আগামী ৭কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আহবান করেন।পরিশেষে উপস্থিত ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের ফুল দিয়ে ভরণ করেন। উল্লেখ্য যারা আয়োজনে ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ বাহার উদ্দিন,সহ প্রচার সম্পাদক মোঃ মুস্তাক খান,ধামসোনা ইউনিয়ন হকার্স লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মোঃ আতিক হাসান।