গাজীপুরসিটিকর্পোরেশ সামবায়িক বরখাস্ত মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম,আদলতে জনতার ঢল পুরো আদালত চত্তর জুড়ে
- আপডেট টাইম : ০৩:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
- / ৪৩২ ৫০০০.০ বার পাঠক
মোঃ নাসির উদ্দিন গাজীপুর থেকে।।
গতকাল গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটি মানহানী মামলার অভিযোগের শুনানির জন্য গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন।
বেলা সাড়ে ১১টায় আদালতে তার মামলার অভিযোগেরর বিষয়ে শুনানি হয়। পরে চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. কায়সারুল ইসলাম মামলার অভিযোগের বিষয়ে শুনানির জন্য আগামী ৩০ মার্চ দিন ধার্য করেন। গতকাল রোববার সকালে আদালতে জাহাঙ্গীর আলমের হাজির হওয়ার খবর পেয়ে গাজীপুর সহ মহানগরের আশপাসের জাহাঙ্গীর সমর্থকরা সহ বিভিন্ন মসজিদের আলেম-ওলামা,নারী,পুরুষরা সহ নানা শ্রেণি-পেশার হাজার হাজার লোকজন হাজির হন আদালত প্রাঙ্গনে। এসময় জনতার ঢলে পুরো এলাকা ভরেগেলে পুলিশি নিরাপত্তায় হিমসিম খেতে হয়।
এসময় তাকে দেখতে আসা হাজার হাজার আমজনতা বলতে থাকেন জাহাঙ্গীর ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নায়,জাহাঙ্গীর ভাই আমরা আছি তোমার সাথে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। দু’একটি সামাজিক অনুষ্ঠান ছাড়া বরখাস্ত হবার পর এটাই জাহাঙ্গীর আলমের প্রথম বাহিরে বের হওয়া।
গত বছরের ২৮ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের বাসিন্দা মো. আতিক মাহমুদ বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার একটি মানহানি মামলা দায়ের করেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রনালয় মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেন।
আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর আলম বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে হয়রানি করা না হয়। শুধু আমি নই,কোনো সাধারণ মানুষকেও যেন হয়রানি করা না হয়। যারা যেটাই করেন যেন সত্যিটা করেন।
স্থানীয় আতিকুর রহমানের দায়ের করা মানহানির সিআর মামলায় পুলিশের গত রোববার প্রতিবেদন জমা দেয়ার তারিখ ছিল। এই মামলায় জাহাঙ্গীর আলমকে কোন প্রকার সমন জারি বা তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ এখনো নেয়া হয়নি। আদালতে আগামী ৩০ মার্চ প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য করা হয়েছে।