গাজীপুরের কোনাবাড়ীতে মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ।
- আপডেট টাইম : ১২:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ২৬৫ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ
রিপোর্ট।।
গাজীপুরের মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে অবৈধ পার্কিং করে রাখা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ অভিযান পরিচালা করা হয়েছে। রোববার ৩০ জানুয়ারি সকালে জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পথচারী ও স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ছিলো কিছু অসাধু চক্র অবৈধ ভাবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং করে রাস্তা বন্ধ করে রাখে। যার কারণে রাস্তা প্রশস্ত করার পরও সব সময় যানজট লেগেই থাকতো। যানজটের কারণে পথচারী ও পরিবহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতো। আজমেরী বাসের চালক বলেন, ফ্লাইওভারের মাথা থেকে প্রায় কোনাবাড়ী বাসস্যান্ড পর্যন্ত সব সময়ই জ্যাম লেগে থাকে। রাস্তার উভয় পাশে গাড়ী পার্কিং করার কারণে এ যানজটের সৃষ্টি হয় আমাদের পোহাতে হতো চরম দূর্ভোগ। যানজটের কারণে বেশীর ভাগ সময় আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করি। অবৈধ পার্কিং উচ্ছেদের কারণে সকাল থেকে কোনাবাড়ী নতুন বাজারে যানজটে পড়তে হয়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক বলেন, যেখানে সেখানে স্ট্যান্ড করা যাবেনা। সবার সহযোগিতায় কোনাবাড়ী এলাকায় যানজট মুক্ত রাখার চেষ্টা করছি। আমাদের অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।