কাশিমপুরে সরকারি রাস্তা বন্ধ করে দিল এক প্রভাবশালী

- আপডেট টাইম : ১২:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ৪৯৫ ১৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার মোঃ জামাল আহাম্মদ।।
বাগবাড়ী এলাকায় সরকারি অর্থে বরাদ্দকৃত জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক প্রভাশালীর বিরুদ্ধে।
এ বিষয়ে ওমর ফারুক নামে এক ব্যক্তি বাদী হয়ে কাশিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর বাগবাড়ী এলাকার মৃত খোয়াজ আলীর ছেলে মোঃ রশিদুউজ্জামান নামের এক প্রভাবশালী অই এলাকার ওমর ফারুক এর বাড়ীর পশ্চিম পাশে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত সরকারি রাস্তা জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে এবং রাস্তা দিয়ে জনসাধারণের চলাচলে বিভিন্ন সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এক পর্যায়ে বাউন্ডারি ওয়াল নির্মান করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে বিবাদী ওমর ফারুক এর পরিবারসহ এলাকাবাসীর চলাচলে সমস্যার সৃষ্টি হয়।
এব্যাপারে অভিযুক্ত মোঃ রশিদুউজ্জামান এর সাথে কথা বলতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হন নাই।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবে খোদা বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে এবং বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য ওয়ার্ড কাউন্সিলরকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব দবির উদ্দিন সরকার বলেন, এই রাস্তা ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় সরকারি অর্থে নির্মাণ করা হয়। এখন এই রাস্তাটি সিটি কর্পোরেশনের আওতাধীন এবং এটি সরকারি রাস্তা। এই রাস্তা বন্ধ করার কারো এখতিয়ার নেই।