ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক এলাকায় বাণিজ্যিক খামার তৈরি করায় অতিষ্ঠ এলাকাবাসী দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার রেমিট্যান্স রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন: প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আরও বেশি হারে ফোর্স নিতে জাতিসংঘকে আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার কাকরাইলে জাল জালিয়াতির রাজউক নকশার মাধ্যমে গড়ে তোলেন বহুতল ভবন কোস্ট গার্ডের অভিযানে ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটকসহ জিম্মি থাকা দুই জেলে উদ্ধার ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

ফেসবুকে ব্ল্যাকমেইলে পাঁচ বছর জেল, পাঁচ লাখ টাকা জরিমানা

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৭:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • / ২৬৩ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টে।।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এসএম হুমায়ুন কবীর রকি (৩০)। তার বাড়ি ঢাকা জেলায়। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ৫৭ বছর বয়সী বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তার মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তার মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন।  একবার ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগী মা থানায় মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। ওই আইনের আরেকটি ধারায় আদালত তাঁকে দুবছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই অর্থ না দিলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ফেসবুকে ব্ল্যাকমেইলে পাঁচ বছর জেল, পাঁচ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:২১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২

সময়ের কন্ঠ রিপোর্টে।।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বন্ধুত্ব গড়ে তুলে প্রবাসী নারীকে ব্ল্যাকমেইল করার অপরাধে এক ব্যক্তিকে আলাদা দুটি ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। ওই আসামিকে আলাদা দুটি ধারায় পাঁচ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডিত এই আসামির নাম এসএম হুমায়ুন কবীর রকি (৩০)। তার বাড়ি ঢাকা জেলায়। ২০১৮ সালের ৯ নভেম্বর বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। ৫৭ বছর বয়সী বগুড়ার এক নারী বাদী হয়ে ওই মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাদীর মেয়ে ও জামাতা ওমানে থাকেন। আসামি হুমায়ুনের সঙ্গে তার মেয়ের ফেসবুকে বন্ধুত্ব হয়। সেই সুবাদে হুমায়ুন কৌশলে তার মেয়ের কিছু ছবি নেন। এরপর সেসব ছবি সুপার ইম্পোজ করে ফেসবুকে প্রচার করার হুমকি দিয়ে টাকা দাবি করেন।  একবার ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা নেওয়ার পরও আরও টাকার জন্য চাপ দিচ্ছিলেন হুমায়ুন। বাধ্য হয়ে ভুক্তভোগী মা থানায় মামলা করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারায় আদালত আসামিকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড। ওই আইনের আরেকটি ধারায় আদালত তাঁকে দুবছর সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এই অর্থ না দিলে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড। জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।