মাতুয়াইলে ৭ কারখানায় অগ্নিকাণ্ড পুড়ে ছাই
- আপডেট টাইম : ১২:১৭:৪৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
- / ১৯৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
রাজধানীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার ডাম্পিং স্টেশন সংলগ্ন যানবাহন মেরামত ও বডি নির্মাণের ৭টি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মৃধাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই এলাকার বাবু অটো মোবাইল, মোশারফ বিল্ডার্স, রানা অটো মোবাইল, বিসমিল্লাহ মেটাল, এমএস অটো মোবাইল, ভাই ভাই অটো মোবাইল ও প্রমিজ বডি বিল্ডার্স নামের কারখানাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ও পোস্তগোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট চার ইউনিট ঘটনাস্থলে এসে ৫০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন পুরোপুরি নেভানো হয় বিকাল পৌনে ৩টার দিকে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া পায়নি।
অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হলেও প্রায় ১০ লাখ টাকার মালামাল নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গণি।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন রানা অটো মোবাইল থেকে আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।