নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে নির্বাচন কমিশন অফিসারের পর্যবেক্ষণ কার্ড দিতে দুর্নীতি করেছেন
- আপডেট টাইম : ০৩:৩৭:৫৮ অপরাহ্ণ, শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
- / ১০৭৮ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিনিধি।।
নির্বাচন কমিশন অফিসারের কাছ থেকে নারায়নগঞ্জের সিটি নির্বাচনীয় পর্যবেক্ষণ কার্ড নেওয়ার জন্য দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি একাধিকবার গেলেও তাকে কার্ড দেওয়া নিষেধ ও উপরের নিষেধ আছে বলে জানান,সহকারি পরিচালক আশাদুল হক,কিন্তু পর্যায়ক্রমে ব্যক্তিগত লোকদেরকে কার্ড দিছেন,দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার সম্পাদক বোরহান হাওলাদার জসিম বলেন,এমনটা আশা করিনি নির্বাচন কমিশন পর্যবেক্ষণ কার্ড পেতে,একজন সাংবাদিক চুড়ান্ত পর্যবেক্ষণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে,পর্যবেক্ষণ কার্ড দিতে সমস্যা কোথায়,নেক্সট টাইমে প্রকৃত সংবাদ কর্মীদের হাতে পর্যবেক্ষণ কার্ড তুলে দেওয়ার জন্য বিন্দুমাত্র টালবাহানা না করবে এমনটা আশাকরি,এ সকল বিষয়গুলো চূড়ান্ত তদন্ত পর্যবেক্ষণ করে আইনি ব্যবস্থা নেয়ার জন্য নির্বাচন কমিশনের মহাপরিচালক এর এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন নিবেদিত সংবাদকর্মীরা। এবং বলেছিলেন নিজস্ব প্রতিবেদক সময়ের কন্ঠ পত্রিকার কে উপরের থেকে নির্দেশ আঁকা আছে তাই কেউ পাবে না এরপরেই মিলক ফেসবুকে নির্বাচন পর্যবেক্ষণের কার্ড আমাদের কন্ঠ পএিকার ?