রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক মাজদারকে প্রাণ নাশের হুমকি
- আপডেট টাইম : ০৮:৫৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ২০৯ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরোঃরাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক মাজদারকে প্রাণ নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শুক্রবার(৭ জানুয়ারী) সাংবাদিক মাজদার পুঠিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছে। পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত ফইমুদ্দিন শেখের ছেলে সাংবাদিক মাজদার দৈনিক আমার সংবাদ প্রত্রিকার পুঠিয়া প্রতিনিধি। এছাড়াও তিনি স্থানীয় ও অনলাই প্রত্রিকার সাথে জড়িত রয়েছেন।
ডাইরী সূত্রে জানাগেছে, বেশ কিছু দিন ধরে বিভিন্ন রকমের সংবাদ পরিবেশনের জন্য উপজেলার বানেশ্বর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের রামকৃষ্ণ সরকারের ছেলে শ্যামল কুমার (৪৭), পাশ্ববর্তী চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা (চকগোচর) গ্রামের ফকির উদ্দিনের ছেলে শাহনি আলী (৩৮) ও বানেশ্বর এলাকার আব্দুর রাজ্জাক (৪৮) বানেশ্বর বাজারসহ তার বাড়ির রাস্তাঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারপিটসহ প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তিনি তার নিরাপত্তা চেয়ে পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান।