ই-কমার্সের অন্তরালে এমএলএম ব্যবসা বাইওটেক ডটকম এর
- আপডেট টাইম : ০৯:২৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ২৬১ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
রাতারাতি টাকা কামানোর বিস্ময়কর কৌশল ই-কমার্স (অনলাইন ব্যবসা বাণিজ্য)পণ্য নয় বিক্রি হচ্ছে আইডি সাধারণ মানুষকে লোভের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা.দেওয়া হচ্ছে ১লাখ টাকার আইডি খুলে বাশারের 3 লাখ ছয় লাখ টাকা পর্যন্ত মুনাফার প্রস্তাব এমএলএম মাল্টিলেভেল মার্কেটিং পদ্ধতিতে অন্যের কাছে আইডি বিক্রি করলে মিলবে রেফার বোনাস জেনারেশন বোনাস সহ নানা আর্থিক সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে আইডি বিক্রি করতে পারলে রয়েছে কক্সবাজার ট্যুর মোটরসাইকেলসহ নানা উপহার এর চমকপ্রদ ঘোষণা.এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান গ্রাহকের টাকা হাতিয়ে নিয়ে অনেক প্রতিষ্ঠান ঢাকা দিলেও টনক নড়ছে না কারো.এইদিকে সরকারি কমার্স এর আড়ালে এমএলএম ব্যবসা নিষিদ্ধ করেছে নিষেধাজ্ঞা অমান্য করলে সেই প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল সহ জেল-জরিমানার বিধান যুক্ত করে ই-কমার্স পরিচালনা ও নিয়ন্ত্রণ আইন করা হচ্ছে.কিন্তু সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুর ১০ নম্বরের ৩-নম্বর সড়কে বায়োটেক ডটকম ও বিশ্ব বাজার নামে ওয়েবসাইট খুলে ই-কমার্সের আড়ালে এমএলএম ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা.এইসব নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল কোবির শিমুলকে মোবাইল ফোনে বারবার কল দেওয়ার পরে রিসিভ করে নাই এমনকি তাহার মোবাইলে খুদেবার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি.পরবর্তীতে এই বিষয়ে পরিচালক হাসান কে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পরে তিনি এই প্রতিবেদককে উৎকোচের প্রস্তাব দিয়ে ফোন কেটে দেয়,কিছু সময় পর মনির নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলে যে ভাই সংবাদ প্রকাশ না করে আমরা আপনার সাথে বসে বিষয়টা আপস করলে ভালো হয়,কিন্তু খোঁজ নিয়ে জানা যায় জনৈক মনির বাইওটেক ডটকম ও বিশ্ব বাজার এর পরিচালক. (অনুসন্ধান অব্যাহত পরবর্তী পর্বে বিস্তারিত সংবাদ প্রকাশিত হবে,,,,,,)