সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে আবারো ২ শারিরীক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৮:১০:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ জানুয়ারি ২০২২
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৬ জানুয়ারি বৃহস্পতিবার) দুই শারিরীক প্রতিবন্ধী জোছনা ও হুসনেয়ারাকে আবারো হুইলচেয়ার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
উপকারভোগী হুসনেয়ারা আক্তার উপজেলা নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে এবং জোছনা খাতুন হোসেনগাঁও ইউনিয়নের রাউত নগর গুচ্ছগ্রামের মুক্তার আলীর মেয়ে।
হুইলচেয়ার দেওয়া সময় উপস্থিত ছিলেন ইউএনও’র প্রতিনিধি হিসাবে সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ”লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ,প্রেসক্লাব পুরাতনের সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, জন্মথেকে এই দুই শারিরীক প্রতিবন্ধী চলাফেরায় অক্ষম হুসনেয়ারা ও জোছনা দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ৫ জানুয়ারি ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে নিয়ে আসেন। বৃহস্পতিবার এসিল্যান্ডকে দিয়ে চেয়ার দুটি তাদের বাড়িতে পৌঁছে দেন।
হুইলচেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী হুসনেয়ারা ও জোছনা এবং তাদের পরিবারের সদস্যরাও ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন।এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব
ভাগ্যবান মনে করছি।
আরো খবর.......