রাজধানীতে ছাত্রলীগ নেতাকর্মীর ওপর ছিনতাইকারীর হামলা
- আপডেট টাইম : ০৪:৫০:৪২ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ পএিকা।।
রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।
নবীনগর ও নবোদয় হাউজিং এলাকার গাবতলী-সদরঘাট বেড়িবাঁধে ওপর গেল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের হামলায় আহত নেতাকর্মীরা হলেন- মিজান (২৬), নাদিম (২৭), শফিক (৩০) ও রবিন (২৫)।
ছিনতাইকারীদের হামলার বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়মান ওয়াসেফ অমিক বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে একটি দাওয়াত শেষে আমিসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল এবং প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলাম। আমাদের প্রাইভেটকার মোহাম্মদপুরের নবীনগর ও নবোদয় হাউজিং এলাকার বেড়িবাঁধের ওপর আসার পর আমার গাড়িটি সামনে চলে যায়। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলের ওপর কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে মোটরসাইকেলে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। খবর পেয়ে আহত নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আয়মান ওয়াসেফ অমিক আরও বলেন, একজনের শরীরে ৩৮টি সেলাই দেওয়া হয়েছে। হামলা করে আমাদের অনেক নেতাকর্মীর টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ছিনতাইকারীদের হামলার স্বীকার হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা- এমন একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।