ধামরাইয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ।
- আপডেট টাইম : ০২:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ১ জানুয়ারী ২০২২
- / ৩৬৮ ৫০০০.০ বার পাঠক
ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে ব্যতিক্রমধর্মী জাঁকজমকপূর্ণ সংবর্ধনায় গণভোজের আয়োজন করা হয়।
আজ শনিবার উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই স্কুল মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেনকে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার নারী-পুরুষ এ গণভোজে অংশ গ্রহন করেন
। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বক্তব্যকালে তিনি সোমভাগ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরেন। এ ছাড়াও ভবিষ্যতে ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ছাড়াও আওয়ামীলীগের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।