ঢাকা যাত্রাবাড়ী বাড়িওয়ালার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে গলা টিপে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার অভিযোগ
- আপডেট টাইম : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ৩৬২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
ঢাকা যাত্রাবাড়ী জেলে পাড়া মন্দিরের গলিতে ৩৬/ডি বাড়ি তে বাড়ি ওয়ালা ভাড়া টিয়ার ঘর তালা দেয়ায় বাড়ি ওয়ালার কাছে কাগুতি মিনুতি করে শিতের কাপড় চাইতে আর ঘরের চাবি চাইতে যাওয়ায় বাড়ি ওয়ালা ভাড়া টিয়াকে বাজে প্রস্তাব করার তাতে রাজি না থাকায় ভাড়া টিয়া কে গলা টিপে শিরি থেকে নিচে ফেলে দেয় বাড়িওয়ালা। পরে মেয়ে টিকে এলাকার মেডি বাংলা হাসপাতালে নিয়ে যায় এলাকার মানুষ কিন্তু এর এখনো কোনো বিচার পাচ্ছে না ভুক্তভোগী মেয়েটি।
দয়া করে আপনারা ব্যাপার টির অপর নজর দিন। বাড়িওয়ালা খমতা শালি যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক এর হাসবেন্ড বলে তার অনেক খমতা আর দিন দিন ভাড়া টিয়া দের সাথে এমন বাজে জুলুম করে থাকেন তিনি।
দয়া করে যোগাযোগ করুন বিচার পেতে হেল্প করুন। মেয়ে টা এখনো কোনো বিচার পাচ্ছে না, তার ২টা বাচ্চা সহ সে এই অসুস্থ অবস্থায় বিচারের জন্য আর নিজ ঘরে ধোকার জন্য মানুষের দারে দারে ঘুরছে এই ভরা শিতের ভিতরে, হয়তো আপনার একটু মানবিকতায় একটা রিপোর্ট করলে হয়তো মেয়েটা ন্যায্য বিচার পাবে। এই কথা গুলো পাশের বাড়ির ভাড়াটিয়ে আমাদের প্রকাশ করেছেন।