বিরামপুরে একঝাঁক তরুন-তরুনীর উদ্যোগে বন্য পাখি সংরক্ষণে স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৪:৩০:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ২২২ ৫০০০.০ বার পাঠক
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
আপনি আমি হলে সচেতেন,বন্ধ হবে পাখি নিধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুরে একঝাঁক তরুন-তরুনীর উদ্যোগে বন্য পাখি সংরক্ষণে স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থা (এসএসইউ এস) নামে একটি সংগঠনের শুভ উদ্বোধন হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি আরমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ডা. নূরল হক, সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সাংবাদিক কামরুজ্জামান, ফরিদ হোসেন ও হাফিজ উদ্দিন সরকার প্রমূখ।
বক্তরা, মানুষের জীবন-জীবিকা ও পরিবেশের ভারসম্য রক্ষায় বন্য পাখি শিকার, হত্যা, আটক, ক্রয়-বিক্রয় বন্ধে এবং সংরক্ষণে প্রতিবাদে অত্র সংগঠনের সদস্যরা সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনাগত ভবিষ্যত ও প্রজন্মদের স্বার্থে পাখি ভালবেসে, পাখির সংরক্ষণ শিকার, হত্যা ও ক্রয়-বিক্রয় বন্ধে বিরামপুরে অত্র অরাজনৈতিক ১৫ সদস্য বিশিষ্ঠ সেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা কমিটির সদস্যরা হলেন- সভাপতি আরমান আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সামাউল আলম, প্রচার সম্পাদক উম্মে হাবিবা, অর্থ ও দপ্তর সম্পাদক ফারজানা আফরিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল হোসেন, পরিবেশ ও সমাজ কল্যান সম্পাদক জান্নাতুন ফেরদৌস শাম্মী, সাহিত্য ও প্রচার সম্পাদক শামসুন্নাহার, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল আরমান, কার্যকরি সদস্য এশা, মো.আব্দুল্যাহ আল মামুন ও মো. সৈকত হাসান।
শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার সংগঠনের পরিচালনা কমিটির সকল সদস্য ও সাংবাদিকদের নিয়ে কেক কেটে স্বপ্ন ছোঁয়া সমাজ উন্নয়ন সংস্থার শুভ সুচনার উদ্বোধন করেন।