ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন।
- আপডেট টাইম : ০২:৪২:০৭ অপরাহ্ণ, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ৪১১ ৫০০০.০ বার পাঠক
মোঃ জাহাঙ্গীর আলম,
বিভাগীয় প্রতিনিধি, রংপুর।।
“বিজ্ঞান,প্রযুক্তি ও নৈতিকতা :এক সুত্রে গাথা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রোববার ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সকাল সাড়ে ১১টায় দুই দিন ব্যাপি এই মেলা উদ্বোধন করা হয়। মেলায় ১৬টি স্টল অংশ গ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা মো:রিয়াজ উদ্দিন।
একাডেমিক সুপারভাইজার মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামসুন্নাহার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পপ. কর্মকর্তা মো:মশিউর রহমান,ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু,সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো:এছার উদ্দিন মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:শমসের আলী মন্ডল,সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, কৃষি যন্ত্র উদ্ভাবক ডা.মো:আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: রুম্মান আক্তার,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছা:হাসিনা ভুইয়া,ইউপি চেয়ারম্যান মো:সামেদুল ইসলাম,জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:তোজাম্মেল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাথীরা। শেষে অনুষ্ঠানের অতিথিদ্বয় মেলা পরির্দশন করেন।
মোঃ জাহাঙ্গীর আলম।