গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় মন্ত্রী’র দপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা শোকবার্তা
- আপডেট টাইম : ০৮:২০:২৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ২৩৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
‘কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন-এর মৃত্যুতে সমাজকল্যাণ মন্ত্রীর শোক’
বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ড তুষভান্ডার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ আব্দুল মতিন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মোঃ আব্দুল মতিন ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক ও নিবেদিতপ্রাণ তৃণমূলের রাজনৈতিক কর্মী। তাঁর মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ তথা লালমনিরহাটের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো। তৃণমূল পর্যায়ের সংগঠক হিসেবে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগে তাঁর অবদান চির অম্লান হয়ে থাকবে।
মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, মোঃ আব্দুল মতিন(৬৮) আজ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ছেলে, ২মেয়েসহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।
পিআর/সকম