জগন্নাথপুরে জাতীয় পার্টি নেতা মতছির আলী সাদ্দাম আর নেই, জাপার শোক
- আপডেট টাইম : ১০:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ২১৯ ৫০০০.০ বার পাঠক
জগন্নাথপুর প্রতিনিধি।।
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের হাছনফাতেমা পুর গ্রামের বাসিন্দা, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মোঃ মতছির আলী সাদ্দাম (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার দিবাগত রাতে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান সহ অসংখ্যা আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। (১৪ ডিসেম্বর) মঙ্গলবার বিকেল ২ টা ১৫ মিনিটে স্থানীয় মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ অংশ নেন।
এদিকে, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মতছির আলী সাদ্দামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ খলিলুর রহমান, সহ- সভাপতি মোঃ নুরুল ইসলাম মাষ্টার, সহ সভাপতি মোঃ দিলু মিয়া, মানিক মিয়া তালুকদার, মোঃ মোফাজ্জল খান, প্রবীন নেতা ও মরহুমের বড় ভাই আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা মাহমদ আলী, সৈয়দ ছালিক মিয়া, এরশাদ মিয়া,আব্দুল কাহার, দুদু মিয়া, কাবুল চৌধুরী, আব্দুস শহীদ, ফিরোজ রানা, আবদাল মিয়া, আব্দুর রহমান, ছুরাব আলী, আরব আলী, বাদশা মিয়া, আখলিছ আলী, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক আলী আফছার, সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, মস্তফা আলী, সুহেল আহমদ, রুপন আহমদ, সাহাব উদ্দীন, ইলিয়াছ মিয়া,আমীর আলী ও রনি মিয়া প্রমূখ।
নেতৃবৃন্দ জাতীয় পার্টি নেতা মতছির আলী সাদ্দামের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি ছিলেন জাতীয় পার্টির একজন পরিক্ষিত ও ত্যাগী নেতা। এরশাদ প্রেমিক হিসাবে পার্টির জন্য আজীবন কাজ করে গেছেন। এ শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়।