ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
কোস্টগার্ডের অভিযানে ১টি দেশীয় স্যুটার গান সহ ৩ জন আটক কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামাদি, নগদ টাকা সহ ৬জন আসামী গ্রেপ্তার শান্তি নিবিড় সেবা ফাউন্ডেশন ও শান্তি নিবিড় পাঠাগার এর পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করা হলো পাথরঘাটায় শূন্য থেকে কোটিপতি ফ্রিল্যান্সার বেলাল হোসেন, করছেন বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সড়কে ঝরলো যুবকের প্রান ইবিতে ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গত শুক্রবার (২৬ এপ্রিল) আনোয়ারা বৈরাগ ইউনিয়নে ডেভ কেয়ার ফাউন্ডেশন আয়োজিত বিশেষজ্ঞ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন চট্টগ্রামে ১১৫ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার শরীফ।। বলি খেলা এক ধরনের কুস্তি খেলা যে খেলায় অনেক কুস্তি অংশগ্রহণ করেন জামালপুরে অর্থনৈতিক অঞ্চল সম্ভাবনার নতুন দুয়ার

কাজের টাকা আত্মসাৎ করে- সম্পূর্ণ কাজ শেষ না করে-উদ্ভোধন করা হয়-কুমিল্লা রেলওয়ে ষ্টেশন।

সময়ের কন্ঠ- ক্রাইম নিউজ।।
পরিকল্পনা মাফিক বিভাগীয় রেলওয়ে ষ্টেশনে রুপান্তরের জন্য ও কুমিল্লা-আগারতলা রেলওয়ে যোগাযোগের জন্য বাজেট দেওয়া হয়-কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে-আধুনিক রেলওয়ে ষ্টেশনে পরিনত করার জন্য।
বাস্তবে সরেজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায়-প্লানমাপিক কাজ শেষ না করে উদ্ভোধন করা হয় কুমিল্লা রেলওয়ে ষ্টেশন। তথ্যমতে- রেলওয়ে ষ্টেশনের পূর্ব ও পশ্চিম পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে- রেলের জায়গা পুনরুদ্ধার করে-গাড়ী ওয়াশ ঘড়, সার্ভিসিং সেন্টার, আধুনিক মানের চারটি গেট ও আধুনিক মানের রেলওয়ের খাবার ও আবাসিক হোটেল নির্মাণ করার কথা থাকলেও- সেটি নির্মাণ করা হয়নি। সূত্র জানান- উক্ত কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে।
খুলনা-ফরিদপুর-পদ্মা সেতু-নারায়নগঞ্জ-কুমিল্লা-চট্টগ্রাম নতুন রেলপথ নির্মানে সবচেয়ে বেশি প্রয়োজন- রেলওয়ে ষ্টেশনের পশ্চিমপাড়ের অবৈধ আবাসিক ভবন ভেঙ্গে- রেলের জায়গা পুনরুদ্ধার করে-উক্ত কাজ- সম্পুর্ন করা। তথ্যমতে-রেলের জায়গায় অবৈধ ভবন তৈরী করে-উক্ত ভবনগুলো হতে- রেলের মালামাল চুরি-মাদক ব্যবসা-নারী পাচার সহ চলন্ত রেলে ঢিল ছোঁড়া হয়। যা- বেআইনি। যা-বাংলাদেশ রেলওয়ের জন্য হুমকি। তথ্যমতে- অনেকে মনে করে- কুমিল্লা রেলওয়ে ষ্টেশনের পুরো কাজ শেষ করতে- প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিলে- সবচেয়ে ভালো হয়। এতে হবে- মেঘনা বিভাগীয় রেলওয়ে ষ্টেশন। যা দ্বারা- রেলওয়েতে- নিরাপদে চলবে-বাংলাদেশ রেলওয়ের সম্মানিত যাত্রীগণ।
আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোস্টগার্ডের অভিযানে ১টি দেশীয় স্যুটার গান সহ ৩ জন আটক

কাজের টাকা আত্মসাৎ করে- সম্পূর্ণ কাজ শেষ না করে-উদ্ভোধন করা হয়-কুমিল্লা রেলওয়ে ষ্টেশন।

আপডেট টাইম : ০৪:২৮:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
সময়ের কন্ঠ- ক্রাইম নিউজ।।
পরিকল্পনা মাফিক বিভাগীয় রেলওয়ে ষ্টেশনে রুপান্তরের জন্য ও কুমিল্লা-আগারতলা রেলওয়ে যোগাযোগের জন্য বাজেট দেওয়া হয়-কুমিল্লা রেলওয়ে ষ্টেশনে-আধুনিক রেলওয়ে ষ্টেশনে পরিনত করার জন্য।
বাস্তবে সরেজমিনে তথ্য সংগ্রহ করে জানা যায়-প্লানমাপিক কাজ শেষ না করে উদ্ভোধন করা হয় কুমিল্লা রেলওয়ে ষ্টেশন। তথ্যমতে- রেলওয়ে ষ্টেশনের পূর্ব ও পশ্চিম পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে- রেলের জায়গা পুনরুদ্ধার করে-গাড়ী ওয়াশ ঘড়, সার্ভিসিং সেন্টার, আধুনিক মানের চারটি গেট ও আধুনিক মানের রেলওয়ের খাবার ও আবাসিক হোটেল নির্মাণ করার কথা থাকলেও- সেটি নির্মাণ করা হয়নি। সূত্র জানান- উক্ত কাজের টাকা আত্মসাৎ করা হয়েছে।
খুলনা-ফরিদপুর-পদ্মা সেতু-নারায়নগঞ্জ-কুমিল্লা-চট্টগ্রাম নতুন রেলপথ নির্মানে সবচেয়ে বেশি প্রয়োজন- রেলওয়ে ষ্টেশনের পশ্চিমপাড়ের অবৈধ আবাসিক ভবন ভেঙ্গে- রেলের জায়গা পুনরুদ্ধার করে-উক্ত কাজ- সম্পুর্ন করা। তথ্যমতে-রেলের জায়গায় অবৈধ ভবন তৈরী করে-উক্ত ভবনগুলো হতে- রেলের মালামাল চুরি-মাদক ব্যবসা-নারী পাচার সহ চলন্ত রেলে ঢিল ছোঁড়া হয়। যা- বেআইনি। যা-বাংলাদেশ রেলওয়ের জন্য হুমকি। তথ্যমতে- অনেকে মনে করে- কুমিল্লা রেলওয়ে ষ্টেশনের পুরো কাজ শেষ করতে- প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিলে- সবচেয়ে ভালো হয়। এতে হবে- মেঘনা বিভাগীয় রেলওয়ে ষ্টেশন। যা দ্বারা- রেলওয়েতে- নিরাপদে চলবে-বাংলাদেশ রেলওয়ের সম্মানিত যাত্রীগণ।