নির্বাচনি সহিংসতা: কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট টাইম : ০৭:১৯:৩৬ পূর্বাহ্ণ, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ২২৪ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জে প্রতিনিধি।।
নীলফামারীর কিশোরগঞ্জে ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত সাত মামলা হয়েছে।
শনিবার রাতে সর্বশেষ মামলা করেন বড়ভিটা এইউ ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার। এসব মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ প্রায় ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলাসূত্রে জানা যায়, ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালটবক্স ভাঙচুর, অগ্নিসংযোগ ও এক বিজিবি সদস্য নিহতের ঘটনায় থানায় মামলা করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসাররা। ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে লাঞ্ছিত করার অপর একটি মামলা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল।
ভোট কেন্দ্রগুলো হলো- মাগুড়া ইউনিয়নের খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোট কেন্দ্র নং ৭২। আসামি অজ্ঞাতনামা ৫০ জন। সিঙ্গেরগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোট কেন্দ্র নং ৭৩। অজ্ঞাতনামা আসামি ৩৫ জন। সিঙ্গেগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোট কেন্দ্র নং ৭৪। আসামি ৭০ জন।
এছাড়া কিশোরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রাজিব পল্লী শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ঘটনায় আসামি অজ্ঞাতনামা ৫০ জন। মুশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নামীয় আসামি ১৪ জনসহ অজ্ঞাতনামা অনেকে। বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এইউ ফাজিল মাদ্রাসা ভোট কেন্দ্রের ঘটনায় আসামি অজ্ঞাতনামা ৩৫ জন।
এদিকে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনায় আসামি ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিকসহ নামীয় ৯৫ জন ও অজ্ঞাতনামা আরও অনেকে। ওই কেন্দ্রে এক বিজিবি সদস্য নিহত হওয়ায় গ্রেফতার এড়াতে পুরো গ্রাম জনশূন্য হয়ে পড়েছে।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় এসব মামলা হয়েছে। এখন পর্যন্ত ১৭ আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়।