কোলাগাঁও ইউপি ৬ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে নাজিম উদ্দীন রনি সবার দোয়া ও ভোট প্রত্যাশী
- আপডেট টাইম : ০৪:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / ৩১৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম শহিদ
বিভাগীয় ব্যুরো প্রধান চট্রগ্রামঃ
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটিয়ার কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী নাজিম উদ্দীন রনি মোরগ প্রতীক পেলেন। ৭ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর নাজিম উদ্দীন রনি সাংবাদিকদের জানান, একটি অবাধ সুষ্ট সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনীর প্রতি আহবান জানান। তিনি কোলাগাঁও ইউনিয়নবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে বর্তমানে পিছিয়ে পড়া কোলাগাঁও ৬নং ওয়ার্ডের উন্নয়নের ধারা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে আগামী ২৬ ডিসেম্বর মোরগ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকার সর্বসাধারণের প্রতি আহবান জানান।
তিনি আরও জানান ৬ নং ওয়ার্ডে বিগত বছরগুলোতে তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার উন্নয়নে প্রতিটি ওয়ার্ডের সকল জনসাধারণের কথা চিন্তা করতে হবে। দেখতে হবে ওয়ার্ডের কোন জায়গায় কোন সমস্যা আছে। প্রতিটি পাড়ায় পাড়ায় গিয়ে তাদের কষ্টের কথা শুনতে হবে।সবার সমন্বয়ে গড়ে তুলতে হবে একটি সুন্দর সাবলীল এলাকা।যেখানে থাকবেনা কোন ভেদাভেদ আমরা সবাই একে অপরের ভাই ভাই। ইনশাআল্লাহ আমাকে যদি আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি কথা দিলাম আমার মেধা জ্ঞান দিয়ে আপনাদের সকল সমস্যা সমাধান করতে পারব। তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন এবং মোরগ প্রতীকে সকলের ভোট প্রদান করবেন এই প্রত্যাশা করেন।