সংবাদ শিরোনাম ::
রাজধানীর শেওড়াপাড়ায় মোটরসাইকেল আরোহীকে গুলি করে আহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৩১:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৯৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় এক মোটরসাইকেল আরোহীকে পেছন থেকে গুলি করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম সজীব হোসেন লিংকন (২৭)।গুলিবিদ্ধ লিংকনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।লিংকনের বাবা জিয়াউল হক ঢাকা মেডিক্যালে সাংবাদিকদের বলেছেন, তার ছেলে জমি কেনা-বেচার কাজে মধ্যস্থতা করতেন। ওই সংক্রান্ত কোনো বিরোধ থেকেই লিংকনকে হত্যার চেষ্টা হয়েছে বলে তার ধারণা।জানা গেছে লিংকন বৃহস্পতিবার রাত ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে পূর্ব শেওড়াপাড়ায় বাসায় ফিরে গ্যারেজে ঢোকার সময় গুলিতে আক্রান্ত হন।
পুলিশ ধারণা করছে, পেছন থেকে অন্য এক মোটরসাইকেল আরোহী লিংকনকে গুলি করে। তার পিঠে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।
অপরাধীকে গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ কাজ শুরু করেছে।
আরো খবর.......