গাজীপুরের কোনাবাড়ীতে জরুন এলাকায় রিপন গ্রুপে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
- আপডেট টাইম : ০৫:১৬:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / ২৬৭ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার এক্সসোরিসের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরো চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
কারখানার শ্রমিকরা বলেন, পাঁচতলা কারখানার নিচতলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন।