গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মেহেদি হাসানকে নিখোঁজ পাঁচদিন পরে উদ্ধার করা হয়েছে।
- আপডেট টাইম : ০১:২১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
- / ৩৮৬ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের পাঁচদিন পর কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানকে উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (২৯ নভেম্বর) সকালে গাজীপুরের জয়দেবপুরের যুগীচালা এলাকা থেকে তাকে উদ্ধার করে মৌচাক ফাঁড়ি পুলিশ। তিনি কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান পাঁচদিন আগে বাড়ি থেকে মসজিদে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। অবশেষে সোমবার সকালে জয়দেবপুর এলাকার যুগীচালার একটি দোকানের সামনে থেকে মৌচাক ফাঁড়ি পুলিশ তাকে উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী কাউন্সিলর প্রার্থী উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছন।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছেন, তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের প্রথম দিন তিনি চট্টগ্রাম চলে যান। সেখানে কয়েক দিন থাকার পর তিনি গাজীপুরে চলে আসেন। মেহেদী হাসানকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন।