বাঘায় মাদক ও সাঁজাপ্রাপ্ত আসামীসহ আটক ৩

- আপডেট টাইম : ০৭:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ২৫৭ ১৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরোঃরাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিক নির্দেশনায় বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে উপজেলার মনিগ্রাম ইউপির হেলালপুর গ্রামস্থ মৃত টুটুল মন্ডলের স্ত্রী মোছাঃ পান্না খাতুন (৩৫)এর বসত বাড়ীর আঙ্গিনায় অভিযান পরিচালনা করে।
এসময় একটি স্বচ্ছ সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় হেরোইন সাদৃশ্য পাউডার যাহার ওজন পলিথিনসহ ৯.৫ গ্রাম, মূল্য অনুমান ২৮,৫০০/- টাকা এবং মাদক বিক্রয়ের নগদ ৫,৫০০/- টাকা উদ্ধার করেন বাঘা থানা পুলিশ।
একই দিনে চকরাজাপুর ইউপির পলাশী ফতেপুর গ্রামের মৃত চাঁদ মৃধার ছেলে মো, সাঈদ (৬২) এর নিজ বাড়ীর স্বয়ন কক্ষে পলিথিনি মোড়ানো ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে এক বছরের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামীকে, ওসি সাজ্জাদ হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মো, সেলিম শাহিন এর নেতৃত্বে আড়ানাী পৌর এলাকার হামিদকুড়া গ্রামের মৃত জাকির হোসেন এর ছেলে আসামী আমির হোসেন (৩০) কে আটক করে থানায় নিয়ে আসে।
আসামী আমির হোসেন এর বিরুদ্ধে ২৯/৫/২০১৯ সালের একটি মামলায় ১বছরের স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সে সময় হতে আসামী পলাতক ছিল।
এই সংক্রান্তে বাঘা থানার অফিসার ইন-চার্জ (ওসি)সাজ্জাদ হোসেন বলেন,মাদকসহ আটক দের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতাকৃত আসামীদের বুধবার (২৪ নভেম্বর) তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।