সংবাদ শিরোনাম ::
মঙ্গলবার ভাসানচরে যাচ্ছে আরও ২ হাজার রোহিঙ্গা
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:০৯:২২ অপরাহ্ণ, সোমবার, ২২ নভেম্বর ২০২১
- / ২০৪ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কাল আরও ২হাজার রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে। উখিয়ার ডিগ্রী কলেজ মাঠে তাদের জন্য ট্রানজিট পয়েন্ট তথা কিছুক্ষণ আশ্রয়ের জন্য স্থাপনা তৈরীর কাজ সোমবার শেষ হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ভাসানচরে যেতে ইচ্ছুকদের ওই ট্রানজিট পয়েন্টে নিয়ে আসা শুরু হবে। বুধবার সেচ্ছাই ৭ম দফায় ভাসাচরে যাবে ২ হাজার রোহিঙ্গা। এছাড়াও জাতিসংঘে রোহিঙ্গা বিষয়ে একটি প্রস্তাব পাশ করায় রোহিঙ্গারা খুশি মনে দেশে ফিরে যাবে এ আসাও বুকে বেঁধেছে।
এদিকে উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে ২ হাজার রোহিঙ্গাকে বুধবার ভাসাচরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়ে উখিয়ার কুতুপালং ক্যাম্প ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, রোহিঙ্গারা খুশি মনে ভাসানচরে যাচ্ছে।
কেউ জোর করে তাদেরকে ওখানে পাঠাচ্ছে না। ইতোমধ্যে প্রায় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।
আরো খবর.......