বাংলা একাডেমির মহাপরিচালকের ছেলেকে
- আপডেট টাইম : ১২:৩৩:১১ অপরাহ্ণ, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ২০৪ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
মুহম্মদ নূরুল হুদার ছেলে রিশাদ হুদাকে মারধরের মামলায় গ্রেফতার ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রিশাদ হুদা ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ থানা এলাকায় গাড়ির হর্ন দেওয়াকে কেন্দ্র করে কথা–কাটাকাটির জেরে রিশাদ হুদাকে মারধর করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করে শাহবাগ থানা পুলিশ। পরে নাজিম, তার সহযোগী তানভীর, ইউসুফসহ ১২ জনকে আসামি করে মামলা করেন রিশাদ হুদা।
এই মামলায় নাজিমকে রোববার আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।
আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানির পর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ ব্যাপারে রিশাদ হুদার সহকর্মী বনি ইবনে কামাল গণমাধ্যমকে জানান, শনিবার বিকেলে কাঁটাবন এলাকা দিয়ে মোটরসাইকেলে করে শাহবাগের দিকে যাচ্ছিলেন রিশাদ। তার সামনে একটি ব্যক্তিগত গাড়ি ছিল। হর্ন দিয়ে ওই গাড়িকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই রিশাদকে গালাগাল দিতে শুরু করেন চালক। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তিন–চারজন রিশাদকে মারধর করেন। সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে রিশাদকে রক্ষা করেন।
কাঁটাবন থেকে রিশাদ শাহবাগে আসার পর আবারও তার ওপর হামলা চালানো হয় বলে বনি ইবনে কামাল জানান। একপর্যায়ে রিশাদের পরিচয় পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ সমঝোতা করতে আজিজ সুপার মার্কেটে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আলোচনার সময় বাইরে থেকে কয়েকজন এসে তার ওপর আবার হামলা চালান।
ঘটনাস্থলে আসার পর এক পুলিশ সদস্যকেও আহত করেন হামলাকারীরা। পরে ঘটনাস্থলে এসে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। প্রাথমিক চিকিৎসা নিয়ে শাহবাগ থানায় এসে মামলা করেন রিশাদ।