ছাব্বিশ লক্ষ টাকার বিনিময়ে এবার ও চেয়ারম্যান দুর্নীতিবাজ কালু পাটোয়ারী

- আপডেট টাইম : ১১:৩৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ৬৭৭ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার চান্দ্রা ইউনিয়নে পুনরায় নির্বাচিত দুর্নীতির রাজা কালু পাটোয়ারী,ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ লক্ষ টাকা খরচ করে অবৈধ পন্থা অবলম্বন করে,চুরি বাটপারীর বিনিময়ে এবারও নির্বাচিত হলেন কালু পাটোয়ারী।তিনি সরাসরি জনগনের উদ্দেশ্য বলেন আমাকে পয়সা খরচ করতে হয়েছে,২৬ লক্ষ,টাকা অথবা তারও বেশি টাকা খরচ করে আমাকে চেয়ারম্যান হতে হয়েছে,এলাকার জনগন বলেন কালু পাটোয়ারী (বয়স্ক ভাতা,)(বিধবাভাতা,)(শিশুকার্ড,)(প্রতিবন্ধীদের সহায়তা,)(মাতৃকালীন ভাতা)সহ সকল কার্ডে কার্ড বাণিজ্য করে চলেছেন এবং
,মাদক সম্রাটনিই নারগিস কালু পাটোয়ারীর সাথে সক্ষতা রেখে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা,যুব সমাজকে নিক্ষেপ করছেন ধ্বংসের দ্বার প্রান্তে,সন্রাসীদের সাথে সংযুক্ত হয়ে রাত কে করে দিন আর দিন কে করে রাত,স্কুল শিক্ষার্থীদের গড়ে তুলছেন কিশোরগ্যাং,মুদিখানা ও চায়ের দোকানে ক্রামবোর্ড ও বিভিন্ন সরন্জামে বসিয়েছেন জুয়ার আসর,সকল কার্যের মধ্যে আছে তার বাণিজ্য,সকল বিষয়ে অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে গড়ে তুলেছেন দুর্নীতির সাম্রাজ্য,জনগন তাকে বয়কট করলেও অসাধু প্রশাসনের কোনো এক অদৃশ্য অপশক্তির বলে বলিয়ান হয়ে বার বার তিনি ক্ষমতার প্রভাব বৃস্তার করে।এলাকার জনগন চাপা ক্ষোভ নিয়ে দুঃখ ভারাক্রান্তে নিয়ম বহির্ভূত কাজকে ঘৃনা করে মন থেকে বয়কট করেছেন অনিয়ম দুর্নীতির রাজা কালু পাটোয়ারীকে।তার দুর্নীতির আঁখড়া উন্মোচন করতে,ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গোপনে ও প্রকাশ্যে তদন্ত পর্যবেক্ষণ করে তাকে আইনের আওতায় আনতে প্রশাসনের আশুহস্থক্ষেপ কামনা করেন এলাকাবাসী।নিজস্ব প্রতিবেদক তার বাসায় গেলে আলাপনের ভিডিও চিত্র রয়েছে।
দৈনিক সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন