সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় আটক ২ঃ কীটনাশকের বোতল, নিষিদ্ধ জাল ও নৌকাজব্দ

সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৩২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ২৯৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ ওমর ফারুক :
সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার সময় ২ ব্যাক্তিকে আটক করেছে বন প্রহরীরা। এসময় এদের কাছ থেকে জব্দকরা হয় দুইটি কীটনাশকের বোতল, নৌকা,নিষিদ্ধ জাল ও ককসেট।
গোপন সংবাদের ভিত্তিত্বে রবিবার (১৪ নভেম্বর) ভোরে সুন্দরবনের নন্দবালা খালে অভিযান চালায় বন বিভাগের স্মাট টীম।ওই সময় কীটনাশক দিয়ে মাছ শিকারের সময় হাতে নাতে আটক করা হয় সাদ্দাম হোসেন(২৬) ও ইয়াসিন শেখ(৩২) নামক দুই ব্যক্তিকে। আটক দুই ব্যক্তি মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্ধা বলে জানায় বন বিভাগ। সুন্দরবন চাঁদপাই রেঞ্জের গুইলশাখালী টহলফাঁড়ি ইনচার্জ শামসুল আরেফিন এতথ্য নিশ্চিত করে জানান,আটক ব্যক্তিদের বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
আরো খবর.......