মোংলায় শীতের কাপড়ের পসড়া সাজিয়ে বসেছেন ফুটপাতের দোকানিরা,

- আপডেট টাইম : ০৪:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ৫৬৯ ১৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক।।
শীতকে সামনে রেখে গরম কাপুরের পসরা সাজিয়ে বসেছেন ফুটপাতের ব্যবসায়ীরা। মোংলা পৌর শহরের মেইন রোডের দুই পাশে গরম কাপড় বিক্রি করার ভাসমান দোকানগুলিতে শীতের কাপড় কিনতে ভিড় জমাচ্ছেন নিম্নআয়ের সাধারণ মানুষ।
ফুটপাথে বসে গরম কাপড় বিক্রি করা ব্যবসায়ীরা বলেন গতো বছরের তুলনায় এবার শীত একটু আগে আসতে শুরু করেছে, তাই আমরাও আগাম প্রস্তুতি নিয়ে এবার গরম কাপুরের পসরা সাজিয়ে বসেছে।
গরম কাপুর কিনতে আসা মল্লিকা দেবি বলেন শহরের তুলনায় এবার গ্রামে শীত বেশি মনে হচ্ছে, তাই বাচ্চাদের জন্য কাপড় কিনতে এসেছি, বড়ো দোকানের তুলনায় এখানকার কাপড়ের দাম কিছুটা কম তাই এখান থেকে নিজেদের সাদ্ধ অনুযায়ি শীতের কাপড় কেনার চেস্টা করছি।
শীতের কাপড় ব্যাবসায়ি রাজু জানান গতো বছরের চাইতে এবার মালের দাম কিছুটা বেশি দিয়ে কিনতে হচ্ছে, শহরের কাস্টমার কিছুটা কম হলেও গ্রামের লোকজন শীতের কাপড় কিনতে ভীড় করছেন।আশা করছি শীত বারার সাথে সাথে এবছর ব্যাবসা ভালো হবে।
জামাল হোসেন নামের এক ক্রেতা জানান করোনার কারনে এবার অর্থনৈতীক ভাবে খুব সমস্যায় আছি, শুনতেছি এবার নাকি শীত বেশি পড়বে তাই নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য এখান থেকে কাপড় কিনছি।
বড়ো বড়ো দোকানের তুলনায় এখানে দাম কিছুটা কম।
মোংলা বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ খোকন বলেন শীতকে সামনে রেখে আমরা দেশি বিদেশি কম্বল, জ্যাকেট, সুয়েটার সহ নানান ধরনের কাপড় এনেছি, আশাকরছি শিতের প্রভাব বৃদ্ধি পেলে আমাদের কেনাবেচার ব্যাস্ততা শুরুহবে।