জ্বালানি সহ সকল দ্রব্য মুল্যের উর্ধগতি ও-গ্যাসের মুল্য বৃদ্ধির প্রতিবাদে বান্দরবান জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
- আপডেট টাইম : ০৪:২৬:৪৫ অপরাহ্ণ, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
- / ৩৭৪ ৫০০০.০ বার পাঠক
বিভাগীয় ব্যুরো প্রধানঃ
সারাদেশে দ্রব্য মূল্যের উর্ধগতি ও জ্বালানি তেল – গ্যাসের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপিসহ অংগ ও সহযোগি সংগঠন।
শুক্রবার(১২ নভেম্বর) বিকাল ৪টার দিকে বান্দরবানের সাবেক সংসদ সাচিং প্রু জেরি’র নেতৃত্বে চৌধুরী মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপিসহ অংগ সহযোগি সংগঠনের নেতারা।
বিক্ষোভ মিছিল সমাবেশ পরবর্তি বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যানদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন চৌধুরী, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুনর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খান সিদ্দিকী,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুঁইয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিমুল দাশ সহ বান্দরবান জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।