কেন্দ্র দখল করা নিয়ে ২ মেম্বার প্রার্থী সমর্থক দের পালটা পালটি হামলায় ফটিকছড়ি ভোটের মাঠে নিহত ১ আহত ৮
- আপডেট টাইম : ০৪:৪৭:৫৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ২৬২ ৫০০০.০ বার পাঠক
বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম।।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করা নিয়ে ২ মেম্বার প্রার্থী সমর্থক দের পালটা পালটি হামলায় ফটিকছড়িতে নির্বা চনী মাঠে মো. সফি নামে ১ জনের মৃত্যু হয়েছে। এসময় ৮ জন আহত হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরের দিকে ফটিকছড়ির লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে লালপুল তোফায়েল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কেন্দ্র দখলকে কেন্দ্র করে লেলাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মুরাদের সঙ্গে মোরগ প্রতীকের জামাল পাশার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
এতে স্থানীয় আনন্দ বাজার এলাকার ব্যবসায়ী মো. শফিসহ ৯ জন গুরুতর আহত হয়। পরে শফিকে স্থানীয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তির বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ভাঙ্গা কাচের টুকরো পাওয়া গেছে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. শামসুদ্দিন বলেন, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়। এতে শফি নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮ জন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।