খুলনার দাকোপে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা

- আপডেট টাইম : ০৭:১৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৩৭০ ৫০০০.০ বার পাঠক
খুলনা ব্যুরো প্রধান।।
খুলনার দাকোপে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে সাপ্তাহিক হাট বাজুয়া বাজার থেকে একলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের হাকিম ও সহকারী কমিশনার (ভুমি) গালিব মাহমুদ পাশা।পরবর্তিতে জব্দ কৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টারদিকে উপজেলার সাপ্তাহিক হাট মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা কালে মোট একলক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের হাকিমসহকারী কমিশনার (ভুমি)গালিব মাহমুদ পাশা।পরবর্তিতে বাজুয়া চড়ানদী থেকে অবৈধ নেটপাটা অপসারন করা হয়।
সার্বিক সহযোগিতা করেন উপজেলার সিনিয়র মৎস্য অফিসার মোঃসেলিম সুলতান। উপস্হিত ছিলেন সহকারী মৎস্য অফিসার বাদল সাহা,বাংলাদেশ নৌ পুলিশের সদস্যবৃন্দ, অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও স্হানীয় জন প্রতিনিধি।