চাঁপাইনবাবগঞ্জে বালতি ভর্তি পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু
- আপডেট টাইম : ০৯:০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
রাজশাহী ব্যুরোঃচাঁপাইনবাবগঞ্জে টয়লেটে রাখা বালতি ভর্তি পানিতে ডুবে সাবা (০৩) ও সাহারা (০৩) নামে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে জেলা শহরের মসজিদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওর্য়াডের মসজিদপাড়া মহল্লার এমদাদ আলীর মেয়ে।
মৃতের পিতা এমদাদ আলী জানান, সকাল ৯ টার দিকে আমরা বাড়ির বাইরে কাজ করছিলাম, এসময় টয়লেটে থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলছিল তারা। হঠাৎ বালতির মধ্যে পড়ে তারা অসস্থ হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আশিক রহমান বলেন, বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, পানিতে ডুবেই তারা নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন। তিনি জানান, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।