সংবাদ শিরোনাম ::
খাওয়ানো করোনা টিকা- ব্যবহারে- সরকারের অর্থ সাশ্রয় হবে
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৪৩:০২ অপরাহ্ণ, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ২৩৭ ৫০০০.০ বার পাঠক
খাওয়ানো করোনা টিকা- ব্যবহারে- সরকারের অর্থ সাশ্রয় হবে ও নাগরিকগণের টিকা নেয়ার- আগ্রহ বাড়বে।
ব্যুরো রিপোর্ট- টিকা চার রকম- তথ্যমতে। সুই-সিরিঞ্জ, ক্যাপসুল, লিকুইড ও মুখে পাম্প দ্বারা-টিকা নেওয়া হয়। সুই-সিরিঞ্জ যেমন ব্যয় বহুল তেমনি কিছুটা হলেও ব্যাথা দায়ক। এবং সিরিঞ্জ-সুই এর টিকা আমদানি করতে যে পরিমান জায়গা লাগে- অন্যান্য টিকা এর চেয়ে কম জায়গা নিয়ে পরিবহনে আনা যায়। বিশ্ব স্বাস্থ্য গবেষণার তথ্যমতে জানা যায়- করোনাকালীন যদি করোনা প্রতিরোধ করতে হয়, তাহলে বর্তমান প্রেক্ষিতে- ক্যাপসুল জাতীয় টিকা নেয়াই শ্রেয়। এবং বাংলাদেশের প্রেক্ষিতে- ক্যাপসুল টিকাই বেশি কার্যকর হতে পারে।
এতে- সাশ্রয় হবে দেশের অর্থ- সাশ্রয় হবে জনগনের সময়- টিকা খাবে সবাই- এবং টিকা খেতে সহায়তা করবে সবাইকে। (তথ্যমতে)।
আরো খবর.......