জার্মানিতে চলন্ত ট্রেনে ছুরি হামলা
- আপডেট টাইম : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ৫১৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
জার্মানির দক্ষিণাঞ্চলে ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনে ছুরি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন৷ শনিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার জার্মানির বাভারিয়া রাজ্যে চলন্ত ট্রেনে এই ঘটনা ঘটে৷ এ সময় ট্রেনটি রেগেন্সবুর্গ থেকে নুরেমব্যর্গ যাচ্ছিল৷ এই হামলায় তিনজন আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের আঘাত গুরুতর৷ তবে কারো অবস্থাই আশঙ্কাজনক নয় বলে জানা গেছে৷
পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে৷ তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ৷
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনায় জড়িত ব্যক্তির বিষয়ে বেশি তথ্য হাতে নেই।
এ ব্যাপারে পুলিশের এক মুখপাত্র জানান, হামলার বিস্তারিত এখনও স্পষ্ট নয়৷ স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে পুলিশকে এই হামলার খবর জানিয়ে ফোন করা হয়।
তদন্তকারীরা ঘটনার সঙ্গে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সংযোগ খুঁজে পায়নি বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। হামলার পর ট্রেনটিকে ন্যুরেমবার্গের দক্ষিণে জয়বার্সডর্ফে থামানো হয় বলে জানিয়েছে পুলিশ৷