সংবাদ শিরোনাম ::
দৃশ্যমানহীন খাল!
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:২৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
- / ৪৭৩ ৫০০০.০ বার পাঠক
এম এ কাউসার তুষারঃ দেশের জেলা কুমিল্লার সদর উপজেলার কোতোয়ালি থানাধীন মটপুস্কনী হতে খেতাসার হয়ে নোয়াপাড়া পর্যন্ত খাল এর বর্তমান অবস্থা ডোবার সমতূল্য। তথ্য মতে, বৃটিশ আমল হতে কুমিল্লার দক্ষিণাঞ্চলের মালামাল ও যাত্রী উক্ত খাল দ্বারা স্থানান্তরিত করা হতো।
পরবর্তীতে সড়ক পথে গুরুত্ব বেড়ে যাওয়ায় এ অঞ্চলের পানি নিষ্কাশন ও কৃষি সেচের একমাত্র ব্যবস্থা ছিল খালটি।
বর্তমানে বৃষ্টিতে ও বর্ষাকালে পানি সরতে না পারলে আশেপাশের ফসলি জমি নষ্ট হয় এতে ক্ষতির সম্মুখীন হতে হয় কৃষকদের- যার প্রভাব পড়ে ভোক্তাদের উপর
সুত্র তথ্য মতে আরো জানান- খালের মূল অংশের ভূমি দখল করে অনেকে ভূমি বেচা-কেনার কাজে লিপ্ত রয়েছেন!
উক্ত অঞ্চলের নাগরিকগন মনে করেন খাল পূর্ণ খনন করে দু পাশে সড়কে পরিবহন যাতায়াতের ব্যবস্থা করে জ্বালানি সাশ্রয় ও পরিবহনের সময় ব্যায় কমিয়ে আনতে পারে- খালে বাচ্চাদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা করতে পারে এ বিবেচনায় উক্ত অঞ্চলের বিনোদন কেন্দ্রের ব্যবস্থা নেই বললেই চলে। কর্তৃপক্ষকে বিষয়টি দেখার আহবান জানান- সুশীল সমাজ।
আরো খবর.......