আশুলিয়া ইউনিয়নের উন্নয়নে সর্বশ্রেষ্ঠ ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আলী মাস্টার
- আপডেট টাইম : ০৫:৫১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাঁচা রোড আর সি সি ঢালাই সহ পাকা করন পয়নিঃস্কানের এক অনন্য দৃষ্টান্ত,উক্ত ওয়ার্ডে বার বার নির্বাচিত ইউপি সদস্য হোসেন আলী মাস্টার সরকার প্রদত্ত জনগনের সকল রকম সুবিধা ১০০ ভাগ বন্ঠন করে চলেছেন,এলাকার জনগন বলেন রাত ১২ টা নয় ৫ টা নয় যখন ডাক দিবো তখনই তাকে পাই,হোসেন আলী রাত দিন বুঝেনা মানুষের কল্যানে কাজ করতে তিনি তার নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়েছেন,দুই দুই বারের ইউপি সদস্য, আঃলীগের একটা বড় পদে থেকে ও চেয়ারম্যান এর একেবারে অন্তরঙ্গ হয়েও একটা বাড়ি পর্যন্ত করতে পারেনাই।সৎ শিক্ষিত যোগ্যতার পরিচয়ে ৪ নং ওয়ার্ডে হোসেন আলীর মাস্টারের বিকল্প নাই,দির্ঘদিন তিনি দোষাইদ স্কুলে শিক্ষাকতা করেছেন,ও বিভিন্ন সমাজ সেবা মুলক প্রতিষ্ঠানের মেইন দায়িত্ব পালন করে চলেছেন,হোসেন আলী মাস্টার বলেন ৪ নং ওয়ার্ডের মসজিদ মাদ্রসা সহ ওলি গলির রোডের একটিও কাঁচা দেখতে চাইনা,পয়নিঃস্কানের সু ব্যবস্থা সহ জনগনের মৌলিক অধিকার আদায়ে কাজ করে যাব ইনশাআল্লাহ,আমি আমার জীবনটা জনগনের পিছে ব্যায় করেছি,সারাজীবন শিক্ষা নিয়েছি,শিক্ষা দিয়েছি,আমি জানি মানুষকে কি ভাবে ভালোবাসতে হয়,মানুষের কল্যানে কাজ করতে হলে নিবেদিত হতে হবে,ভোগে নয় ত্যাগেই মহা সান্তি,প্রিয় এলাকাবাসী কথা নয় কাজ কাজই আমার শ্রেষ্ট লক্ষ,আমি যদি ওয়ার্ডের উন্নয়ন করে থাকি,আমি যদি ৪ নং ওয়ার্ডের সঠিক সেবা দিয়ে থাকি,আপনারা তৃতীয় বারের মত আমাকে আপনার মুল্যবান ভোট প্রদান করুন,গ্রাম কে শহরে পরিনত করার মিশন বাস্তবায়নের সুযোগদিন।আসুন ওয়ার্ড কে আঁধুনিকতায় সাজাতে মন থেকে সকল রকম হিংসাবিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।