তৃতীয় বারের মত সাদেক ভুঁইয়াকে মেম্বার হিসাবে দেখতে চায় এলাকাবাসী
- আপডেট টাইম : ০১:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৩০৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ নজরুল ইসলাম।।
সাভার উপজেলার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সফল মেম্বার হাজী আবু সাদেক ভুঁইয়াকে তৃতীয় বারের মত মেম্বার হিসাবে পেতে চায় ৬ নং ওয়ার্ডের জনগণ,, তার মেধা চরিত্র ও দলীয় নেতাদের সাথে সুসম্পর্ক রেখে,এলাকার উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখেছেন,এলাকার জনগনের মনের আস্থার বিশ্বাসের জায়গা করে নিয়েছেন ,ও তিনি সরকারের অর্থায়নে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা, অতি হতদরিদ্রদের ভিজিএব চাল বিতরণসহ অসহায় দুস্ত ছাত্রছাত্রী অসুস্থ রুগি বেকার যুবক প্রতিবন্ধী কন্যাদায় গ্রস্থ গৃহহীন, মসজিদ মাদ্রসা মন্দীর সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন,ধামসোনা ইউনিয়ন আঃলীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য আবু সাদেক ভুঁইয়া বলেন,আমি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে সত্যকে বুকে ধারন করে মিথ্যাকে পরাজিত করে মানুষের কল্যানে কাজ করছি,আমি শিশুকাল থেকে মানুষের কল্যানে নিবেদিত,বর্তমান ও ভবিষ্যৎ এ মানব কল্যানে নিজেকে নিয়েজিত রাখবো ইনশাআল্লাহ,কাজই মানুষের মুল লক্ষ আমি মনে করি দেশের অপশক্তি যতই অপকৌশল অবলম্বন করুক সত্যের কাছে পরাজয় বরন করবেই,প্রিয় এলাকাবাসী আমি আপনাদেরই আবু সাদেক ভুঁইয়া ,জানিনা আপনাদের বিশ্বাস আস্থা
ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সব সময় আমার দৃষ্টিকে সার্বজনীন পর্যযায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই, তুষ্ট আলোর উৎস সুর্যে।আমাকে যদি আপনাদের সেবক হিসাবে পছন্দ মনে করেন, বা ৬ নং ওয়ার্ডের যোগ্যপ্রার্থী মনে হয় আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়ে, আগামী নির্বাচনে আপনার মতামত প্রদর্শন করে মুল্যবান ভোট প্রদান করে তৃতীয় বারের মত আপনাদের সেবা করার সুযোগ দিন,আমার রাজনৈতিক বিষয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে যাব ইনশাআল্লাহ।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলেই এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি শান্তি ও সমৃদ্ধি কামনা রইল।