ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের পকেট কমিটি,বাণিজ্যিক ওস্তাদ মুজিবর
- আপডেট টাইম : ০১:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ৪০৪ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের ওয়ার্ড কমিটি করতে,ব্যাপক বাণিজ্য করছেন বললেন ইউনিয়ন আঃলীগের সভাপতি অধ্যক্ষ কাদির দেওয়ান,গঠনতন্ত্র একদিকে আর সাধারন সম্পাদক মুজিবর গং চলেছেন আরেক দিকে,আশুলিয়া থানার পাঁচটি ইউনিয়নের আঃলীগের একটিও ওয়ার্ড কমিটির দেখা মিলেনী,কোনো ইউনিয়নে কমিটি করা হয়নি,অতচ অত্যান্ত তড়িঘড়ি করে ইয়ারপুর ইউনিয়নের কমিটি দিলেন সাধারন সম্পাদক মুজিবর রহমান সাহেদ।প্রত্যেকটা ওয়ার্ডে বিএন পি সমর্থকদের নিয়ে পকেট বাণিজ্যর মাধ্যমে কমিটি গঠন করেছেন মুজিবর গং পকেট কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছেন নিবেদিত আওয়ামী প্রেমী জনতা,এসময় সাংবাদিকদের ক্যামেরার সামনে সভাপতি কাদির দেওয়ান বলেন, মুজিবর সৌদি আরবে থাকতো সেখান থেকে প্রচুর পরিমান চুরি করে নিয়ে এসেছে,আজও তিনি চুরির অভ্যাসটা চালু রেখেছেন।তার চুরিকরে কমিটি প্রদান করা কমিটি আওয়ামীলীগের নিবেদিত কর্মীরা মেনে নিবেনা,আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্শন করছি, আঃলীগ থেকে এসব নরপিশাচদের বহিস্কার করুন।