ধলবাড়ীয়ায় গাজি সওকাত কে বয়কট করে,নৌকার মাঝি সজল মুখার্জী
- আপডেট টাইম : ০৪:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৭১১ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়ীয়া ইউনিয়নে,বিরোধী দলের প্রেতাত্মা গাজি সওকাত কে বয়কট করে,আঃলীগের নিবেদিত প্রান,ধলবাড়ীয়া ইউনিয়ন আঃলীগের দির্ঘদিনের সভাপতি,মুজিব আদর্শের সৈনিক সজল মুখার্জীকে নৌকার মাঝি হিসাবে মনোনীত করায়,এলাকার আওয়ামী প্রেমী শিশু বৃদ্ধা ময়মুরুব্বি সহ সকল শ্রেনী পেশার মানুষ ও সর্ব দলীয় নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস উদ্দীপনা,অল্পকিছু দিন পূর্বে বিরোধী দলের ষড়যন্ত্রে আঃলীগের সকল নেতাকর্মীদের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খাওয়ার প্রচেষ্টা করেছিলো বিরোধী দলের প্রেতাত্মা গাজি সওকাত।সকল অপশক্তির মোকাবিলা করে,আঃলীগের উদ্ধতন নেতাকর্মী ও ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুড়ান্ত পপর্যবেক্ষণে জামাতের প্রেতাত্মা সওকাত কে বয়কট করে,সজল মুখার্জীর হাতে ধলবাড়িয়া ইউনিয়নের নৌকার বৈঠা তুলে দিলেন,সজল মুখার্জী নৌকার মনোনয়ন নিয়ে এলাকায় ফিরলে,হাজার হাজার সাধারন জনতা ফুলেল মালা দিয়ে বরন করে নিলেন।বৃহত্তর জনসমাগমে সক্ষিপ্ত বক্তব্য কালে সজল মুখার্জী বলেন,বাংলার জননী বঙ্গ কন্যা ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যার সঠিক সিধ্যান্তে,সাতক্ষীরা ৪ আসন শ্যামনগর ও আংশিক কালীগন্জর নৌকার মাঝি,গরীবের বন্ধু হতদরিদ্র নিপীড়িত জনতার আস্তার প্রতীক এস এম জগলুল হায়দারের ঐকান্তিক প্রচেষ্টায়,আজ আমি ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি,এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা,নৌকা শেখ হাসিনার নৌকা, নৌকা আপনাদেরই নৌকা,বাংলার জনগনের উন্নয়নের রোল মডেল নৌকা,আমি আপনাদেরই সজল জানিনা আপনাদের বিশ্বাস আস্থা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো,আমি সবসময় আমার দৃষ্টিকে সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি, আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই,তুষ্ট আলোর উৎস সুর্যে।প্রিয় এলাকাবাসী নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহযোগীতা করুন,গ্রামকে শহরে পরিনত করতে,আঁধুনিক ইউনিয়ন গড়তে নৌকায় ভোট দিন,আপনার আমার মার্কা নৌকা মার্কা।কে ধনি কে গরীব আমি বুঝিনা,কে কোন দলের এটাও আমি জানিনা, আমি জানি সবাই মানুষ,আমি মানুষের ভালোবাসা চাই, মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিতে চাই,বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে চলতে চাই,আসুন দেশের উন্নয়নের ধারা,অব্যাহত রাখতে, মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সুখী সুন্দর জীবন গড়ি।
আমার রাজনৈতিক জিবনে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্য মত সমাধানের চেষ্টা করে যাব।সজল মুখার্জী ধলবাড়ীয়া।