তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীগণ প্রচার প্রচারনা শুরু করছেন।
- আপডেট টাইম : ০৯:০১:৫১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ৪৩৬ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলা প্রতিনিধি।।(নুরুল আমিন মিল্টন) বরগুনা থেকে।
আজ সকালে পাথরঘাটা উপজেলার রায়হান পুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মইনুল ইসলাম তার নির্বাচনী এলাকায় রায়হানপুরে আসলে সকাল থেকেই মেঘলা আবহাওয়াকে উপেক্ষা করে রায়হানপুর থেকে পিপুলিয়া বাজার হয়ে বামনা উপজেলার ডৌয়াতলা বাজার পর্যন্ত হাজারের অধিক বাইক বহরের মাধ্যমে তাদের প্রিয় প্রতীক নৌকা মার্কা স্লোগানে মুখরিত হয়ে প্রিয় নেতা মইনুল ইসলামকে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করে নেন। তখন পিপুলিয়া বাজার থেকে পূর্ব লেমুয়া পর্যন্ত রাস্তার দুপাশে দল মত নির্বিশেষে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেনি পেশার জনগণ তাকে করতালি ও নৌকার স্লোগান দিয়ে স্বাগত জানাতে থাকেন। পরিশেষে লেমুয়া বাজারের প্রতিটি দোকান ও বাজারে আগত মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ে করে লেমুয়া হাইস্কুল মাঠে উপস্থিত হাজার হাজার জনগণের উদ্দেশ্য প্রধান মন্ত্রী,আমির হোসেন আমু,সংরক্ষিত মহিলা আসনের এম পি জনাবা নাদিরা সুলতানা ও স্থানীয় সাংসদ শওকত হাসানুর রহমান রিমন সহ উপজেলা আওয়ামী লীগের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে জনগণের কাছে দোয়া ও আগামী ২৮শে নভেম্বর তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে নির্বিগ্নে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান, এক পর্যায়ে তিনি জনগণের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে জনগণের কাছে চির কৃতজ্ঞতা জানিয়ে সংক্ষিপ্ত পথে সভার সমাপ্ত করেন।
অন্য দিকে পাথর ঘাটা উপজেলার সদর ইউনিয়নের নৌকার মাঝি আলমগীর হোসেন তার নিজ এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে তার নিজ এলাকায় আসলে সকাল থেকেই অপেক্ষাকৃত জনগণ তাকে ফুলেল শুভেচছা জানিয়ে বরন করেন।