ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন, ইলেভেন ষ্টার ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ২০২৫ সালের নতুন কমিটি গঠন যেখানেই আইন লঙ্ঘন হবে পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থানিতে পিছু হটবেনা-ওসি কোতয়ালী টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ধারীদের পদ স্হগিত করলেন হাসনাত আবদুল্লাহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার পাকিস্তানের ‘জেএফ-১৭ থান্ডার’ যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের পিডিবি সরকারি চাকরির আশ্বাস ১ লাখ ২২ হাজার টাকা হাতিয়ে নিলেন প্রতারক হানিফ

ধলবাড়ীয়া ইউনিয়ন,আওয়ামীলীগের নৌকায় এখন,বিরোধী দলের মাঝি

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • / ২৪৭ ৫০০০.০ বার পাঠক

বিশেষ প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়ীয়া,ইউনিয়ন পরিষদ নির্বাচনে,আঃলীগের নৌকার মাঝি হলেন বিরোধী দলের প্রেতাত্মা গাজি সওকাত। ধলবাড়ীয়া ইউনিয়ন আঃলীগের কোনো সদস্য দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পায়নাই, ধলবাড়ীয়া ইউনিয়ন আঃলীগের কোনো পদে অধিষ্ঠিত বা সদস্য নয়,গাজি সওকাত,সে মোটা অংকের টাকার বিনিময়ে,জাদুমন্ত্র প্রয়োগ করে,ও দলের উদ্ধতন নেতাদের মনোরন্জন করে,বিরোধী দলের প্রেতাত্মা,সরকার পতনের ডাক দেওয়া জামায়াত বিএনপির অর্থ যোগানদাতা গাজি সওকাত,ভোল পাল্টে ভোলানাথ হয়ে অপকৌশল অবলম্বন করে নৌকার দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন। নৌকার মনোনয়ন পেয়ে বি এন পি যুবদলের মটর বাইকে উঠে আনন্দন র্্যালী করেন,সাথে ছিলেন সরকার পতনের ডাক দেওয়া,নাশকতা মামলার চিহিন্নীত আসামী নিয়ে এলাকা তোলপাড় করেছেন।তাৎক্ষণিক নৌকা প্রেমী কর্মীরা বি এন পির উত্তরসুরী গাজি সওকাতের বিরুদ্ধে তার মনোনয়ন বাতিলের জন্য মানববন্ধন করেন।অপরদিকে নৌকার মনোনয়ন প্রত্যাশীর একাধিক ব্যাক্তি ঢাক ঢোল পিটিয়ে কাউন্সিল ভোট করে ১.২.৩. বিজয়ীদের নাম কেন্দ্রে পাঠালেও,কোনো অদৃশ্য শক্তি প্রয়োগ করে,আঃলীগের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খেয়ে যাচ্ছেন, গাজি সওকাত ও বিরোধী দলের প্রেতাত্মারা,এলাকাবাসী ও তৃণমূলের নেতাকর্মীরা বলেন,দলীয় লোক মনোনয়ন পায়না বা পাবেনা,এমন শিক্ষানীয় কিছু দেখলে আঃলীগের দল থেকে দলীয় লোক ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে দলের চরম সর্বনাশ হবে,এমন ভাবে চলতে থাকলে,একদিন বাংলার উন্নয়নের বাঁধা,বিশ্বাস ঘাতক অপশক্তিরা নৌকার মাঝি হয়ে নৌকা ডুবিয়ে দেবে।সেদিন নৌকার যাত্রী খুঁজে পাওয়া যাবেনা,রাজনৈতিক প্রতিপক্ষ ও দলে থাকা হাইব্রীড,পয়সার কাঙালিরা, নৌকা বিক্রয় করে দিচ্ছে।উক্ত বিষয়টি কঠিন পর্যবেক্ষণ করে দলীয় সিধ্যান্ত গ্রহন করতে, ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তৃণমূল নেতাকর্মী ও আমজনতা জনসাধারন ।বিঃদ্রঃ ধলবাড়িয়ার নৌকা,বিরোধী দলের আয়ত্তাধীন,জামায়াতের অর্থদাঁতা বি এন পির প্রেতাত্মাদের অনুকুলে।আঃলীগের প্রানের নৌকা ফিরে পেতে নিবেদিত আঃলীগের কর্মীদের আত্বনাদ,বিরোধী দলের কবল থেকে নৌকা উদ্ধার করতে,আঃলীগের সভানেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা বঙ্গ কন্যা শেখ হাসিনার ও দলীয় উদ্ধতন নেতাকর্মীদের আশুহস্থক্ষেপ কামনা।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ধলবাড়ীয়া ইউনিয়ন,আওয়ামীলীগের নৌকায় এখন,বিরোধী দলের মাঝি

আপডেট টাইম : ০৮:১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

বিশেষ প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ধলবাড়ীয়া,ইউনিয়ন পরিষদ নির্বাচনে,আঃলীগের নৌকার মাঝি হলেন বিরোধী দলের প্রেতাত্মা গাজি সওকাত। ধলবাড়ীয়া ইউনিয়ন আঃলীগের কোনো সদস্য দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন পায়নাই, ধলবাড়ীয়া ইউনিয়ন আঃলীগের কোনো পদে অধিষ্ঠিত বা সদস্য নয়,গাজি সওকাত,সে মোটা অংকের টাকার বিনিময়ে,জাদুমন্ত্র প্রয়োগ করে,ও দলের উদ্ধতন নেতাদের মনোরন্জন করে,বিরোধী দলের প্রেতাত্মা,সরকার পতনের ডাক দেওয়া জামায়াত বিএনপির অর্থ যোগানদাতা গাজি সওকাত,ভোল পাল্টে ভোলানাথ হয়ে অপকৌশল অবলম্বন করে নৌকার দলীয় মনোনয়ন ছিনিয়ে নিয়েছেন। নৌকার মনোনয়ন পেয়ে বি এন পি যুবদলের মটর বাইকে উঠে আনন্দন র্্যালী করেন,সাথে ছিলেন সরকার পতনের ডাক দেওয়া,নাশকতা মামলার চিহিন্নীত আসামী নিয়ে এলাকা তোলপাড় করেছেন।তাৎক্ষণিক নৌকা প্রেমী কর্মীরা বি এন পির উত্তরসুরী গাজি সওকাতের বিরুদ্ধে তার মনোনয়ন বাতিলের জন্য মানববন্ধন করেন।অপরদিকে নৌকার মনোনয়ন প্রত্যাশীর একাধিক ব্যাক্তি ঢাক ঢোল পিটিয়ে কাউন্সিল ভোট করে ১.২.৩. বিজয়ীদের নাম কেন্দ্রে পাঠালেও,কোনো অদৃশ্য শক্তি প্রয়োগ করে,আঃলীগের মাথায় কাঁঠাল রেখে কোশ তুলে খেয়ে যাচ্ছেন, গাজি সওকাত ও বিরোধী দলের প্রেতাত্মারা,এলাকাবাসী ও তৃণমূলের নেতাকর্মীরা বলেন,দলীয় লোক মনোনয়ন পায়না বা পাবেনা,এমন শিক্ষানীয় কিছু দেখলে আঃলীগের দল থেকে দলীয় লোক ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে দলের চরম সর্বনাশ হবে,এমন ভাবে চলতে থাকলে,একদিন বাংলার উন্নয়নের বাঁধা,বিশ্বাস ঘাতক অপশক্তিরা নৌকার মাঝি হয়ে নৌকা ডুবিয়ে দেবে।সেদিন নৌকার যাত্রী খুঁজে পাওয়া যাবেনা,রাজনৈতিক প্রতিপক্ষ ও দলে থাকা হাইব্রীড,পয়সার কাঙালিরা, নৌকা বিক্রয় করে দিচ্ছে।উক্ত বিষয়টি কঠিন পর্যবেক্ষণ করে দলীয় সিধ্যান্ত গ্রহন করতে, ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তৃণমূল নেতাকর্মী ও আমজনতা জনসাধারন ।বিঃদ্রঃ ধলবাড়িয়ার নৌকা,বিরোধী দলের আয়ত্তাধীন,জামায়াতের অর্থদাঁতা বি এন পির প্রেতাত্মাদের অনুকুলে।আঃলীগের প্রানের নৌকা ফিরে পেতে নিবেদিত আঃলীগের কর্মীদের আত্বনাদ,বিরোধী দলের কবল থেকে নৌকা উদ্ধার করতে,আঃলীগের সভানেত্রী জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা বঙ্গ কন্যা শেখ হাসিনার ও দলীয় উদ্ধতন নেতাকর্মীদের আশুহস্থক্ষেপ কামনা।