সংবাদ শিরোনাম ::
ভূমি সেবায়- ভোগান্তি !
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
- / ২৭৬ ৫০০০.০ বার পাঠক
মোহাম্মদ আবু কাউসার তুষার।।
বাংলাদেশের জেলা কুমিল্লার আদর্শ সদর উপজেলার কোতয়ালী থানাধীন- ৩ নং দক্ষিণ দূর্গাপুর মডেল ইউনিয়ন- ২২ টি গ্রাম দ্বারা পরিচালিত। সূত্র জানান- ভূমি আইন মতে-উক্ত ইউনিয়নের সবকয়টি গ্রামের ভূমি মালিকগণ উক্ত ইউনিয়নের ভূমি কার্যালয় হতে ভূমি সেবা নেওয়ার কথা থাকলেও ধর্মপুর গ্রামের ভূমি মালিকগণ উক্ত ভূমি কার্যালয় হতে কোন সেবা পাচ্ছে না।
তারা ভূমি সেবা নিতে- রাজবাড়ী যাওয়া লাগে- ভূমি কার্যালয় এর তথ্যমতে জনা যায়। এতে তাদের ভোগান্তিতে পড়তে হয় ও অনেক সময়, অর্থের অপচয় হয়। কারন-রাজবাড়ী উক্ত ইউনিয়ন এলাকার বাইরে- যা রাজগঞ্জে অবস্থিত। যেটি সিটি কর্পোরেশন এলাকায়। সঠিক ভূমি সেবা দিতে- কতৃপক্ষকে- উক্ত বিষয়টি সুরাহা করে ধর্মপুর গ্রামের ভূমি সেবা- ইউনিয়ন ভূমি কার্যালয়ে দিতে অনুরোধ জানান- ভূমি বিশেষজ্ঞগন। এতে সঠিক ভূমি আইন বাস্তবায়ন হয়ে- সঠিক ভূমি সেবা পাবে- ইউনিয়নের ২২ গ্রামের সব ভূমি মালিকগণ।
আরো খবর.......