সংবাদ শিরোনাম ::
অপ্রাপ্ত বয়স্করা চালাচ্ছে-সড়ক, মহাসড়কে যানবাহন।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:১৭:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
- / ২৩৬ ৫০০০.০ বার পাঠক
অপ্রাপ্ত বয়স্করা চালাচ্ছে-সড়ক, মহাসড়কে যানবাহন।
লেখক- মো,কাওসার
বাংলাদেশে সড়ক ব্যবস্থার উন্নয়ন- পল্লী হতে নগর পর্যন্ত হলেও হয়নি- সড়কে চলাচল যানবাহনের নিরাপত্তা। যাত্রী ও মালবাহী পরিবহন- অপ্রাপ্তরা চালাচ্ছে বেশি সড়ক ও মহাসড়কে। সূত্র তথ্যমতে জানান। সূত্র এ ও জানান- এভাবে চলতে থাকলে- সড়কে ও মহাসড়কে যানবাহন থাকবে কিন্তু চালক ও যাত্রী থাকবে না- দূর্ঘটনার কারনে। এতে ক্ষতির আশংকা বেশি। এটি বাংলাদেশ ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে দেখভাল করার অুনরোধ জানান- দেশের পরিবহন বিশেষজ্ঞগণ।
আরো খবর.......