ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের,দুই গ্রুপে পৃথক পৃথক কমিটি প্রদানে,হতাশায় ভুগছেন কর্মীরা
- আপডেট টাইম : ০৭:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ২৫২ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের দুই গ্রুপের,পাল্টা পাল্টি কমিটি প্রদান করাকে কেন্দ্র করে চলছে,একের পর এক মহড়া।সভাপতি কাদির দেওয়ান/সাধারন সম্পাদক মুজিবর রহমান (সাহেদ) এর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে,ফলশ্রুতি যার যার ইচ্ছা মত করে কমিটি প্রদান করার কারনে,দলের মধ্যে শরু হয়েছে ভাঙনের গুন্জন,২২/১০/২০২১ শনিবার বিকাল তিনটায় ূএক পক্ষ দলীয় নেতাকর্মীদের নিয়ে সভাপতি কাদির দেওয়ান,ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাসস্টান্ডে,দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উগ্রবাদীদের বিরুদ্ধে র্্যালী ও বিক্ষোভ সমাবেশ করেন।অপরদিকে সাধারন সম্পাদক মুজিবর রহমান (সাহেদ) তার পক্ষের নেতাকর্মীদের নিয়ে মটর বাইক সোডাউনের মাধ্যমে ইয়ারপুর ইউনিয়ন আঃলীগের নবগঠিত কমিটি নিয়ে,আনন্দ মিছিল করেন।একই ওয়ার্ডে সভাপতির একটা কমিটি প্রদান ও সাধারন সম্পাদকের আর একটি কমিটি প্রদান।এমন কর্মকান্ড আঃলীগের গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায়,হতাশায় ভুগছেন সাধারন কর্মীরা।নেতাকর্মীরা কোন দিকে ধাপিত হবে,কার কথা শুনবে,এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সময় পার করছেন সাধারন জনগন।এমন অবস্থায় আশুলিয়া থানা আঃলীগের উদ্ধতন নেতাকর্মীরা আছেন নীরব ভূমিকায়।দুই গ্রুপের দুটি পথ কোথায় যেয়ে থামবে দেখার অপেক্ষা মাত্র।