সংবাদ শিরোনাম ::
পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে যুবতীর মৃত্যু!
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:৫৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
পাথরঘাটা প্রতিনিধি।।
বরগুনার পাথরঘাটায় রাজিয়া আক্তার(১৮) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে বলে অভিযোগ।
১৪ অক্টোবর বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের বিআরটিসি কাউন্টার সংলগ্ন মৃত কাদেরের ছেলে নুরুজ্জামান সাগরের ঘরে এই ঘটনা ঘটে। নুরুজ্জামান সাগর রাজিয়ার সম্পর্কে খালু হন ।
মৃত রাজিয়ার বাড়ি বরগুনা জেলার তালতলী থানার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামে। তার বাবার নাম ফজলুল হক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে বলা হয়েছে,বসত ঘরের মাঝখানের রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরবর্তীতে রাজিয়ার খালা লাবনী আক্তার স্কুল হতে তার বাচ্চা নিয়ে ঘরে ঢুকতে গিয় দরজা বন্ধ পায় এবং পার্শ্ববর্তী লোকজনের সহায়তায় হাতুড়ি দিয়ে দরজা ভেঙ্গে ভিকটিমকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ থাকে যে, ভিকটিম মোসাঃ রাজিয়া আক্তার দের মাস পূর্বে নিজ বাড়ি তালতলী হতে পাথরঘাটার ৪ ন ওয়ার্ডের এই খালা লাবনী আক্তার এর বাসায় বেড়াতে আসে।
পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত প্রকৃত রহস্য জানা যাবে না।
আরো খবর.......