বাবার স্বপ্ন পূরনে কৃষ্ণনগরের মাটি ও মানুষের কল্যানে কাজ করতে চাই,, সাফিয়া
- আপডেট টাইম : ০২:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
- / ২৫১ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
সাতক্ষীরা জেলার কালিগন্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান শহিদ মরহুম মোশারফ হোসেনের কন্যা সাফিয়া পারভীন ,বাবার স্বপ্ন পূরন করতে,ও,কৃষ্ণনগর ইউনিয়নকে আঁধুনিকতায় সাজাতে, হতদরিদ্র নিপীড়িত জনতা ও মেহনতি মানুষের ন্যাজ্জ অধিকার বাস্তবায়ন করতে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবার রেখে যাওয়া লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী,ইতিমধ্যে দুস্ত ছাত্রছাত্রী, অসুস্থ রুগি,প্রতিবন্ধী, বেকার যুবক,কন্যাদায়গ্রস্থ,গৃহহীন,মসজিদ মাদ্রসা মন্দীর সহ সকল ধর্মীও প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টি রেখে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন,কৃষ্ণনগরের জনগনের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তরুন উদীয়মান এই নেত্রী,একটি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী সাফিয়া পারভীন বলেন,আমি নির্বাচন করতে ইচ্ছুক তবে আমার ইচ্ছায় নয়,জনগনের ইচ্ছাই আমার ইচ্ছা,আমি চাই জনগনের সেবক হিসাবে কাজ করতে,বাবার সোনার কৃষ্ণনগর গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে,আমি মনে করি মানুষের সেবা করতে বড় কোনো পদের প্রয়োজন হয়না,প্রিয় এলাকাবাসী আমি আপনাদের হৃদয়ে থাকা মরহুম মোশারফ হোসেনের রক্তে গড়া কন্যা সাফিয়া খাতুন, জানিনা আপনাদের বিশ্বাস আস্তা ভালোবাসার প্রতিদান কতটুকু দিতে পেরেছি বা পারবো, আমি সবমসময় আমার দৃষ্টিকে সার্বজনীন পর্যায়ে রাখার চেষ্টা করি,আমি আলোতে মুগ্ধ তুষ্ট নই তুষ্ট আলোর উৎস সুর্যে,প্রিয় এলাকাবাসী আমাকে যদি আপনাদের সেবক হিসাবে,কৃষ্ণনগরের মা মাটি মানুষের পাশে দাঁড়ানোর মত যোগ্যপ্রার্থী মনে হয়, আপনাদের হৃদয়ে আমাকে স্থান দিয়ে আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের ব্যালট এ ছিল মারার মাধ্যমে জবাব দেওয়ার জন্য অনুরোধ রহিলো,কথা দিলাম, টাউট, বাটপার,চোর জোচ্চোর,মাদকাশক্ত,মাদকসেবী, মুক্ত কৃষ্ণনগর উপহার সহ,জনগনের মৌলিক অধিকার বাস্তবায়নে কাজ করে জাব ইনশাআল্লাহ।আমার রাজনৈতিক বিষয়ে ও সার্বিক বিষয়ে যদি কারো কোনো অভিযোগ অনুযোগ বা পরামর্শ থাকে আপনারা নির্দ্বিধায় নির্সংকোচে বলতে পারেন আমি তা আমার সাধ্যমত সমাধানের চেষ্টা করে জাব ইনশাআল্লাহ, আপনাদেরই সাফিয়া পারভীন চেয়ারম্যান পদপ্রার্থী কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ।