গাজীপুরের কোনাবাড়ী থানার বিএনপির আহ্বায়ক কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত।
- আপডেট টাইম : ১২:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ৩৮৬ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্ট।।
গাজীপুরের মহানগরের কোনাবাড়ি থানার বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের (৭ সেপ্টেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে এসভা অনুষ্ঠিত হয়। কোনাবাড়ী থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনের সঞ্চালনায় আহবায়ক রবিউল আলম রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সালাউদ্দিন সরকার, সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, যুগ্ম আহবায়ক শওকত হোসেন সরকার।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. সিরাজুল ইসলাম, মো. জহির রায়হান.মো.বাবুল
হোসেন প্রমুখ। এসময় বক্তারা বলেন,গাজীপুর মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ডের নতুন আহ্বায়ক কমিটি দিয়ে দলকে শক্তিশালী করে তারেক জিয়াকে দেশে নিয়ে আসা হবে । এর আগে গাজীপুরের কাশেমপুর, গাছা, বাসন ও টঙ্গীতে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে বলে জানান, বক্তারা। পরে নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।