গুরুদাসপুরে শিশু ধর্ষণের অভিযোগে একজন আটক
- আপডেট টাইম : ০১:০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ২৪৭ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার সাহাবুল আলম।।
নাটোরের গুরুদাসপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে রবিউল ইসলাম (৩২) নামে এক কৃষককে আটক করেছে পুলিশ। সোমবার আনুমানিক সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন জানান, উপজেলার দুধগাড়ি গ্রামের সাত বছরের শিশুকে দোকানে গিয়ে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে সোমবার সন্ধা ৭ টার দিকে শিশুটির বাড়ি থেকে প্রতিবেশি নজরুল ইসলামের বাড়ির ছাদে নিয়ে যায় রবিউল। সেখানে গিয়ে জোড়পুর্বক শিশুটিকে ধর্ষণ করে।
ঘটনাস্থলেই শিশুর চিৎকারে ধর্ষক রবিউল পালিয়ে যায়। প্রতিবেশিরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে অভিযান চালিয়েও রউিলকে আটক করতে পারেনা পুলিশ ।
মঙ্গরবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমাইনগর গ্রামের এক আত্মিয়ের বাড়ি থেকে অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশ।
ওসি আরও জানান,এ ঘটনায়, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রজু করে মঙ্গরবার অভিযুক্ত রবিউলকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।