টঙ্গী সাব রেজিস্ট্রার দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি টুটুল সম্পাদক বকুল
- আপডেট টাইম : ০১:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
নাসির উদ্দীন গাজীপুর।।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি—বার্ষিকী নির্বাচনে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে সভাপতি পদে কামরুজ্জামান টুটুল ও মোঃ মুরাদ হোসেন বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাব—রেজিস্ট্রি অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে রাত ৮ ঘটিকার সময় নির্বাচনের ফলাফল ঘোষণা হয়।
এসময় নির্বাচন কমিশন ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন, আহবায়ক মফিজ উদ্দিন, সদস্য সচিব জয়নাল আবেদীন, সদস্য জাহাঙ্গীর আলম, বাবুল সরকার, ইসমাইল হোসেন। ১৯৮০ সাল থেকে প্রতিষ্ঠিত সংগঠনে ১৯৮জন ভোটারের মধ্য থেকে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনে সভাপতি ও অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬ জন নির্বাচিত হয়েছেন। অন্য ৯টি পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন্রে মাধ্যমে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১। মোঃ মুরাদ হোসেন বকুল – সাধারণ সম্পাদক (১১৭ ভোট), ২। মোঃ হাতেম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক (১২৬ ভোট), ৩। মোঃ এনামুল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক (১২০ ভোট), ৪। মোঃ জাহাঙ্গীর আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (১১২ ভোট), ৫। মোঃ এনামুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক (৯৭ ভোট), ৬। মোঃ সোহরাব হোসেন (সাগর), প্রচার সম্পাদক (৬৬ ভোট), ৭। মোঃ আল আমিন মিয়া, সদস্য (১৪৯ ভোট), ৮। মোঃ ফারুক হোসেন, সদস্য (১৩৪ ভোট), ৯। মোঃ রুকনুজ্জামান, সদস্য (১২৬ ভোট)।
নির্বাচন কালীন সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালীমুল্লাহ ইকবাল।
নির্বাচন পরিদর্শনে এসে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দলিল লিখক ও ভেন্ডারদের মাঝে উৎসাহ, আনন্দ দেখে খুবি ভালো লাগছে। চারপাশে উৎসব মুখর পরিবেশ বিরাজমান রয়েছে। এবারের নির্বাচন অন্ত্যান্ত শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে টঙ্গী সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি পাবে। নির্বাচিত সকলকে আমার প্রাণের সঙ্গগঠন ছাত্রলীগের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।